মায়ামির সঙ্গে দুই বছরের চুক্তিতে মেসি
ইউরোপ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। নতুন ঠিকানার কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল, মায়ামিতে মেসির চুক্তির তথ্য। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছেন বিশ্বকাপজয়ী তারকা।
ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে মেসির চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। চুক্তি অনুসারে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন আর্জেন্টাইন তারকা।
মেজর সকার লিগের ক্লাবটির মালিকদের একজন হলেন সাবেক গ্রেট ফুটবলার ডেভিড বেকহ্যাম। নিজের ক্লাবে মেসিকে পাওয়াটা স্বপ্নের মতো তার কাছে। তিনি বলেন, ‘মেসিকে পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো। ১০ বছর আগে আমি যখন নতুন একটি দল গড়ার পথে যাত্রা শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে গ্রেট সব খেলোয়াড়দের চমৎকার এই শহরে নিয়ে আসার স্বপ্ন দেখি আমি।’
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার রোমাঞ্চ নিয়ে মেসি বলেছেন, ‘ইন্টার মায়ামিতে ক্যারিয়ারের নতুন ধাপ শুরু করার ব্যাপারে আমি অনেক রোমাঞ্চিত। এটি খুব দারুণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।’
এদিকে জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের খবরে জানা যায়, আজ রোববার (১৬ জুলাই) আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করবে ইন্টার মায়ামি। দলের সদস্য ও সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেওয়ার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে ক্লাবটি। গুঞ্জন আছে, এই অনুষ্ঠানে গাইতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
ফ্লোরিডার ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শাকিরা ছাড়াও পারফর্ম করতে পারেন পুয়োর্তো রিকোর র্যাপার ব্যাড বানি। থাকতে পারেন কলম্বিয়ার আরেক শিল্পী মালুমা।
এখানেই শেষ নয় মেসিকে বরণের অনুষ্ঠান ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে শেষ এই আয়োজনের সব টিকেট। চড়া মূল্যে টিকেট কিনতে দেখা গেছে ফুটবলপ্রেমীদের। ঘণ্টা খানেকের ওই অনুষ্ঠানে প্রথমবারের মতো মায়ামির জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হবেন মেসি। পাশাপাশি ভক্তদের উদ্দেশে কিছু কথাও বলবেন তিনি।