টি-টোয়েন্টিতে তাসকিনের নতুন মাইলফলক
দিনে দিনে নিজেকে পরিণত করে গড়ে তুলছেন তাসকিন আহমেদ। হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের প্রাণভোমরা। গতি ও লাইনের সমন্বয়ে তাসকিন এখন প্রতিপক্ষের জন্য ভয়ের অন্যতম কারণ। বল হাতে উড়তে থাকা তাসকিন এবার আফগানিস্তানের বিপক্ষে নিজের অর্জনের মুকুটে যোগ করলেন নতুন পালক।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (১৬ জুলাই) মাঠে নামে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে প্রথম ওভারেই আফগান শিবিরে ছোবল দেন তাসকিন। প্রথম ওভারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে তাসকিনের হাতে ধরা পড়েন আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ।
গুরবাজকে সাজঘরে ফেরানো উইকেটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের ৫০তম উইকেট। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের হাফসেঞ্চুরি করলেন তিনি। তার আগে আছেন কেবল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
১১৭ ম্যাচে ১৩৮ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসেরই সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। দুইয়ে থাকা মুস্তাফিজ ৮৫ ম্যাচে নিয়েছেন ১০১ উইকেট।
আজকের ম্যাচে গুরবাজকে ফেরানোর পর আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইকেও নিজের শিকার বানান তাসকিন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত তাসকিন আহমেদ ৫৪ ম্যাচে নিয়েছেন ৫১ উইকেট। আজকের ম্যাচ শেষে যা আরও বাড়ার প্রত্যাশা ভক্তরা চাইলেই করতে পারেন।