মুজিবের দাপটে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ
প্রথম ম্যাচে নাটকীয় জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। সেই লক্ষ্যে আফগানিস্তানকে মাত্র ১১৬ রানে থামিয়ে জয়ের জন্য ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেনের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে এক ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে আফগানিস্তানকে লড়াইয়ে ফেরাল স্পিনার মুজিব।
আজ ১৬ জুলাই (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন লিটন-আফিফ। প্রথম থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করেন লিটন। তবে দলীয় ৬৭ রানের মাথায় মুজিবের বলে তুলে মারতে গিয়ে রশিদের হাতে ধরা পড়েন এই ডানহাতি ব্যাপার। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৫ রান। মুজিবের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আফিফও। একই ওভারে করিম জানাতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ। তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৪ রান।
এর আগে বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে ৭ উইকেটে ১১৬ রান দাঁড় করায় আফগানিস্তান। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১৯ রান। বাংলাদেশের হয়ে তাসকিন সর্বোচ্চ ৩টি, সাকিব ও মুস্তাফিজ ২টি করে উইকেট নিয়েছেন।
এই ম্যাচে জিততে পারলে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।