চাহিদার তুঙ্গে মেসির জার্সি, একেকটার দাম কত?
২০২১ সালে লিওনেল মেসির প্রভাবটা ভালোই টের পেয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। মেসিকে দলে ভেড়ানোর খবরে মাত্র ৩০ মিনিটেই শেষ হয়ে যায় সব জার্সি। ক্লাবটি মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছিল শুধু জার্সি বিক্রি করেই। এবার একই অভিজ্ঞতার সম্মুখীন হলো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। জার্সিতে বিক্রিতে রীতিমতো হিড়িক লেগেছে অ্যাডিডাসের স্টোরগুলোতে।
আজ সোমবার (১৭ জুলাই) প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেসিকে বরণ করেছে ক্লাবটি। মেসির যোগ দেওয়ার ঘোষণার পরই সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে উন্মাদনা। গত কয়েকদিনে মায়ামিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেসির জার্সি। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকে ছাড়া হয়েছে মেসির নাম সম্বলিত জার্সি। যার দাম রাখা হয়েছে ২০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার কাছাকাছি।
অবশ্য দাম বেশি হলে জার্সি কেনার ক্ষেত্রে পিছপা হচ্ছেন না মেসি ভক্তরা। সাদা, গোলাপি ও কালো এই তিন রঙের জার্সি বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। যদিও চাহিদার শীর্ষে কালো রঙের জার্সিটি। কারণ গত ১১ জুলাই কালো রঙের জার্সিতে দেখা গিয়েছিল মেসিকে। এরপর থেকেই তুলনামূলকভাবে এই জার্সিটি চাহিদার তুঙ্গে। অ্যাডিডাস জানিয়েছে, এভাবে বিক্রি হতে থাকলে, মেসির এই জার্সিটি মেজর লিগ সকারের অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে।
সমর্থকদের অনেকেই ভেবেছিলেন বরণ অনুষ্ঠানে গোলাপি জার্সিতে দেখা যাবে মেসিকে। যদিও অ্যাডিডাসেরই সাদা টিশার্টে হাজির হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। অবশ্য, বরণ অনুষ্ঠানের আগে অফিসিয়াল ফটোসেশনে মায়ামির গোলাপি জার্সিতে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে।