মেসির লিগ নয়, রোনালদো এগিয়ে রাখছেন নিজের লিগকে
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ফুটবলীয় দ্বৈরথ শেষ হয়েছে বহু আগে। রোনালদো লা লিগা ছাড়ার পর সরাসরি লড়াইটা শেষ হয়েছে, কাতার বিশ্বকাপ জিতে মেসি শেষ করেছেন সমকালের সেরার তর্ক। তর্কের ঊর্ধ্বে গিয়ে, ইউরোপের পাট চুকিয়ে দুজনই এখন তুলনামূলক ছোট লিগে খেলা শুরু করেছেন।
বর্তমানে সৌদি আরবের প্রো লিগের দল আল-নাসেরে খেলছেন রোনালদো। তার আগমনের পর সৌদি আরবের ফুটবলের চেহারা বদলে গেছে। মেসিকেও নেওয়ার চেষ্টা করেছিল সৌদি ক্লাব আল-হিলাল। তবে, তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেওয়া হয় সোমবার (১৭ জুলাই)।
এরপরই, সৌদি প্রো লিগকে মেজর লিগ সকারের চেয়ে ভালো লিগ বললেন সিআরসেভেন। এমনটিই জানিয়েছে ইএসপিএন। আজ মঙ্গলবার (১৮ জুলাই) একটি প্রতিবেদন প্রকাশ করে ইএসপিএন। প্রতিবেদনে রোনালদো বলেন, ‘সৌদি লিগ মেজর লিগ থেকে অনেক ভালো। আগামী এক বছরের মধ্যে আরও ফুটবলার এখানে আসবে। এই সময়ে সৌদি লিগ টার্কিশ ও ডাচ লিগকে পেছনে ফেলবে।’
রোনালদো যাওয়ার পর ইতোমধ্যে প্রো লিগে যোগ দিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনোর মতো তারকারা।
ইউরোপ ছেড়ে অনেকে আসছেন, রোনালদো নিজে ইউরোপে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে পর্তুগিজ সুপারস্টার বলেন, ‘আমার বয়স ৩৮। শতভাগ নিশ্চিত আমি আর ইউরোপে ফিরছি না। তা ছাড়া, ইউরোপের ফুটবল রঙ হারিয়ে ফেলেছে। একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ নিজেদের মান ধরে রখতে পেরেছে এখন পর্যন্ত।’