এবার ভারতের বিপক্ষে সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত নারী ক্রিকেট দল। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়াতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
গত ১৬ জুলাই প্রথম ওয়ানডেতে বৃষ্টিআইনে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারানোর আনন্দ নিয়ে আগামীকাল বুধবার (১৯ জুলাই) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে হারে নারীরা। প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচের প্রেরণা কাজে লাগিয়ে ওয়ানডেতে রচিত হয় ভারতবধের ইতিহাস। নিজেরা অল্প রানে অলআউট হয়েও ভারতকে আটকে ফেলে বাংলার বাঘিনীরা।
প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেছিলেন, ‘শেষ ম্যাচে (টি-টোয়েন্টিতে) জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন ওরা আমাদের নিয়ে আরও বেশি করে ভাববে। যা আমাদের জন্য ইতিবাচক। দল হিসেবে যদি আমরা ভালো করতে পারি, টিম কম্বিনেশন ধরে রেখে খেলতে পারি, আমার কাছে মনে হয় ওয়ানডেতে আমরা নিজেদের এগিয়ে রাখতে পারব।’
কথার সঙ্গে কাজের মিল রেখেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচের আগে এখন ফেভারিট বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রাপ্তি দলগত পারফরম্যান্সের সম্মিলন। দ্বিতীয় ম্যাচে যেটি সবচেয়ে বেশি জরুরি।
সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ। ইতিহাস গড়া থেকেও জ্যোতি-মারুফাদের দুরত্ব ওই এক ম্যাচই।