ডেঙ্গুতে আক্রান্ত সাফজয়ী ফুটবলার ইতি রানি
সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক ইতি রানি। ডেঙ্গু পজেটিভ হওয়ায় শুক্রবার (২১ জুলাই) নিজ জেলা মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন ইতি রানি।
ইতি রানি জানান, ‘মাগুরায় ছুটি কাটাতে আসি। চারদিন থেকে জ্বর অনুভব করছিলাম। রক্ত পরীক্ষা করাই। রিপোর্টে ডেঙ্গু ধরা পড়লে শুক্রবার হাসপাতালে ভর্তি হই। এখানে থেকে চিকিৎসা নিচ্ছি।’
ডাক্তার দেবাশিস বিশ্বাসের তত্ত্বাবধানে রয়েছেন ইতি। দেবাশিস বিশ্বাস বলেন, ‘ভয়ের কিছু নেই। প্লাটিলেট ভালো আছে। বাকি সবকিছুই স্বাভাবিক।’
গত ২০ জুলাই ঢাকা থেকে মাগুরায় আসেন ইতি। বর্তমানে হাসপাতালে তার সঙ্গে রয়েছেন মা উন্নতি রানি।
ইতি ছাড়াও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সম্প্রতি ১৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মাগুরার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের জন্য অতিরিক্ত চিকিৎসক ও নার্স দিয়ে সেবা বৃদ্ধি করা হয়েছে।’