ফারজানার সেঞ্চুরির পেছনে অন্যরকম অবদান জ্যোতির
প্রথম দুই ম্যাচে খেলেছেন ওয়ান ডাউনে। প্রথম ম্যাচে ২৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য মিস করেছেন হাফসেঞ্চুরি। ৪৭ রানে থামতে হয় বাংলাদেশ নারী ক্রিকটে দলের ব্যাটার ফারজানা হক পিংকিকে। কিন্তু, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওপেনিংয়ে নেমে যেন আক্ষেপ মেটালেন ফারজানা। পেলেন ইতিহাস গড়া শতক।
ভারতের বিপক্ষে শেরেবাংলায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ শনিবার (২২ জুলাই) করা ফারজানার সেঞ্চুরিটি ওয়ানডেতে কোনো বাংলাদেশি নারীর প্রথম। জায়গা বদল করেই বাজিমাত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই লাজুক হাসি দিলেন ইতিহাসে নাম লেখানো ফারজানা।
নিজের ওপেনিংয়ে উঠে আসা নিয়ে ফারজানা বলেন, ‘আসলে ওপেনিং-ওয়ান ডাউন সবসময়ই আমার পছন্দের জায়গা। ম্যাচ নিয়ে পরিকল্পনার সময় কোচও আমাকে বলেছিলেন, পিংকি প্রস্তুতি নিয়ে রাখো। তোমাকে ওপেন করা লাগতে পারে। তখন আমিও ভাবছিলাম, আমার তো এমনিতেও একটু তাড়াতাড়িই যেতে হয়। সেই অনুযায়ী আমার নিজের ওপর বিশ্বাস ছিল। যাওয়া তো লাগবেই, প্রিপারেশন নিয়ে আগে যাওয়াই ভালো।’
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়া প্রসঙ্গে ফারজানা পাশে বসে থাকা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে দেখিয়ে বলেন, ‘আপু (জ্যোতি) আমাকে সবসময় বলত প্রথম সেঞ্চুরি উনিই করবে। আমি শুধু শুনতাম। কিছু বলতাম না। শুধু বলতাম, আচ্ছা ঠিক আছে আপনিই কইরেন। আমার সেঞ্চুরির ৭০/৮০ শতাংশ ওকে দেখানোর জন্য, যে আমিই সে নারী (প্রথম শতক করা)।’
কথাটা অবশ্য শেষ করতে পারেননি ফারজানা। হাসছিলেন তিনি। সঙ্গে জ্যোতিও। এই হাসি ইতিহাস গড়ার। যেখানে যিনি করে দেখিয়েছেন, যাকে দেখিয়েছেন— গোটা দেশের মতো দুজনই ভীষণ উচ্ছ্বসিত।