ভারত সিরিজ উজ্জীবিত করবে বাংলাদেশকে : জ্যোতি
ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা ভারত এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়ানডে সিরিজটি শুরু থেকেই দুদলের জন্য ছিল গুরুত্বপূর্ণ।
এমন এক সিরিজে ভারতের বিপক্ষে ১-১ সমতায় শেষ করবে বাংলাদেশ, তা হয়তো সিরিজ শুরুর আগে কেউই ভাবতে পারেনি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (২২ জুলাই) তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচ টাই করে বাংলাদেশ।
টে-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের ফেভারিট বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাঠের ক্রিকেটেও বাংলাদেশ খেলেছে ফেভারিটের মতোই। আজ শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক জ্যোতির কন্ঠে শোনা গেল সিরিজ জিততে না পারার আক্ষেপ।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের কাছে সুযোগ ছিল সিরিজ জেতার। সেটি হয়নি। সিরিজ সমতায় এনেছি। দ্বিতীয় ম্যাচটা জিততে পারলে সেখানেই সিরিজটা পাওয়া হয়ে যেত।’
তবে ভারতের মতো শক্তিশালি দলের বিপক্ষে এই পর্যন্ত আসাও সহজ কথা নয়, সেটি মানছেন জ্যোতি নিজেও। একই সঙ্গে জানালেন ইতিবাচক দিকের কথাও। বললেন, এই সিরিজ বাড়াবে আত্মবিশ্বাস।
তিনি বলেন, ‘ভারতের মতো ভালো একটা দলের বিপক্ষে বেটার ক্রিকেট খেলার চেয়ে ভালো কিছু হতে পারে না। এটি অবশ্যই ইতিবাচক আমাদের জন্য। আমার কাছে মনে হয়, পুরো দলের সবাই এখন দারুণ উজ্জীবিত। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। ভালো কিছু নিয়েই বিরতিতে যেতে পারছি। আবার খেলায় ফেরার পর এটি পুরো দলকে প্রেরণা দেবে।’