একই দিনে হারের মুখ দেখল মুশফিক-তাসকিন
জিম-আফ্রো টি-টেনের শুরুটা দুর্দান্ত করলেও পরের ম্যাচেই কিছুটা ছন্দ হারিয়েছেন দুই বাংলাদেশি তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মুশফিকের জোবার্গ বাফেলোস ৭ উইকেটে হেরেছে ডারবান কালান্দার্সের কাছে। আর তাসকিনের বুলাওয়ে ব্রেভস ৮ উইকেটে হেরেছে কেপটাউন স্যাম্প আর্মির কাছে।
শনিবার (২২ জুলাই) রাতে মুশফিক-তাসকিন দুজন মাঠে নামেন। দলের হয়ে এদিন তাদের পারফরম্যান্স ছিল মাঝারি মানের। তবে টি-টেন ম্যাচ হিসেবে তারা খুব একটা খারাপ করেছেন, তাও বলা যাবে না।
আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৪ রান তুলেছিল জোবার্গ। জবাবে জাজাইয়ের ২৫ বলে ৪১ আর আসিফ আলির ১৩ বলে ৩ ছক্কায় করা ২৩ রানে ৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডারবান কালান্দার্স। ব্যাট হাতে এদিন ১২ বলে ১৯ রান করেছেন মুশফিক।
অন্যদিকে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করা তাসকিনের দল বুলাওয়ে ব্রেভসও পরাজিত হয়েছে। টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা। মুশফিকদের মতো তাসকিনরাও প্রথম ব্যাটিং করে। নির্ধারিত ওভারে ৬ উইকেটে করতে পারে ৮৬ রান। দলের সর্বোচ্চ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার বেন ম্যাকডারমট। ১৭ বলে ২৭ রান করেন তিনি। জবাবে কেপ টাউন ৮ উইকেটের জয় পায় ১৯ বল হাতে রেখে। ম্যাচে ১৮ রানে ১ উইকেট নেন আগের দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন।