বৃষ্টির সাহায্য নিয়ে জিততে চাননি অসি অধিনায়ক
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জয়। তৃতীয়টিতে এসে হোঁচট খাওয়া। এরপর খানিকটা হলেও চিন্তা বেড়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু বৃষ্টি এসে সব চিন্তা দূর করে দিল। চতুর্থ টেস্টে বৃষ্টির সহায়তায় ড্র করে ফেলল অসিরা। তাতে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের ট্রফি ধরে রাখল অস্ট্রেলিয়া। তবে সিরিজ ধরে রাখার স্বস্তির হাওয়া যখন বইছে অসি শিবিরে তখন অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, এভাবে জিততে চাননি তিনি।
ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিন বৃষ্টির বাধার কারণে খেলা হয় মাত্র ৩০ ওভার। এরপর রাতভর বৃষ্টি। গতকাল রোববার (২৩) সকালে বৃষ্টি থামলেও লাভ হলো না। কাভার সরাতেই ফের নামল বৃষ্টি। এরপর আর দিনের খেলাই শুরু করা গেল না। টেস্টের পঞ্চম দিন ভেসে গেল বৃষ্টিতে। ড্র হলো অ্যাশেজের চতুর্থ টেস্ট। তাতে অ্যাশেজ ধরে রাখার আনন্দে ভাসল অসিরা।
চতুর্থ ম্যাচে ড্র হওয়ার পর প্যাট কামিন্স বলেছেন, ‘অ্যাশেজ ধরে রাখতে পারা দারুণ। তবে অবশ্যই এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা এটা চাইনি। কিছুটা অবাক লাগছে। বৃষ্টি হয়তো আমাদের সহায়তা করেছে। তবে ফল আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা গর্বিত যে ধরে রাখতে পেরেছি (অ্যাশেজ), তবে এই সপ্তাহটি আমাদের খুব ভালো যায়নি। অ্যাশেজ ধরে রেখে ভালো লাগছে। কিন্তু আমরা জানি, পরের সপ্তাহে বেশ কিছু কাজ আমাদের বাকি আছে।’
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়ার জয়ের পর তৃতীয়টি জিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। এখন শেষ ম্যাচ ইংলিশরা জিতলেও সিরিজ শেষ হবে ২-২ সমতায়। ফলে ট্রফি আর হারাতে হচ্ছে না অসিদের। আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হবে পঞ্চম টেস্ট।