এমবাপ্পের জন্য রেকর্ড অঙ্কের প্রস্তাব আল-হিলালের
কিলিয়ান এমবাপ্পে ও পিএসজির সম্পর্ক দিনদিন খারাপ হচ্ছে। দুইয়ের মাঝে তৃতীয় পক্ষ হিসেবে এতদিন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থাকলেও এবার দৃশ্যপটে আল-হিলাল। সৌদি প্রো লিগের দল আল-হিলাল এমবাপ্পেকে পেতে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। এমনটিই জানিয়েছেন দলবদল বিষয়ক ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো।
আজ সোমবার (২৪ জুলাই) রোমানোর বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, এমবাপ্পেকে পেতে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল-হিলাল। যেখানে ফরাসি তারকার জন্য রিয়াল মাদ্রিদ পিএসজিকে সর্বশেষ ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল।
পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের রহস্য ঘনীভূত হচ্ছে দিনদিন। গত ২১ জুলাই এমবাপ্পেকে ১০ বছরের চুক্তিতে এক বিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছিল পিএসজি। এর একদিন পর ২২ জুলাই দলটির প্রাক-মৌসুম এশিয়া সফরের দল থেকেই বাদ পড়েন এমবাপ্পে।
পিএসজি মনে করছে এমবাপ্পে ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। যে কারণে ক্লাবের প্রতি একদমই মনোযোগ নেই তার। এমনকি, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফ্রান্স ফুটবল সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে নিয়ে নানা নেতিকবাচক মন্তব্য করেন এমবাপ্পে।
গত কয়েক বছর ধরেই দলবদলের বাজারে গুঞ্জন ওঠে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে। গত মৌসুমে নিজের স্বপ্নের ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় সেরে ফেলেছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। তখন বাড়তি বেতন ও সুবিধা দিয়ে তাকে রেখে দেয় পিএসজি। কিন্তু, মৌসুম না গড়াতেই পিএসজির সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে এমবাপ্পের। যার ফলশ্রুতিতে বাদ পড়লেন দল থেকে।
আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তাই, তাকে চলতি মৌসুমেই বিক্রি করে দিতে চায় পিএসজি। এর প্রেক্ষিতে, রিয়ালের দেওয়া ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব টপকে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল-হিলাল।
এখন দেখার বিষয়, এমবাপ্পে ও পিএসজি বিষয়টি গ্রহণ করে কিনা।