প্রথমবারের মতো বিদেশি লিগে ডাক পেলেন তাওহিদ
জাতীয় দলের জার্সিতে সময়টা দুর্দান্ত কাটছে ব্যাটার তাওহিদ হৃদয়ের। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ভালো খেলার পুরস্কার হিসেবে এবার বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন হৃদয়।
সোমবার (২৪ জুলাই) তাওহিদ হৃদয় গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগের দল জাফনা কিংসের হয়ে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন।
ঠিক কয়টি ম্যাচের জন্য প্রস্তাব পেয়েছেন হৃদয়, সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সামনে যেহেতু এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প রয়েছে, তাই স্বল্প সময়ের জন্যই হয়তো প্রস্তাব পেয়েছেন হৃদয়। যদি বিসিবি থেকে হৃদয়কে ছাড়পত্র দেওয়া হয়, তাহলে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগে খেলবেন হৃদয়।
জানা গেছে, হৃদয়ের মতো এই লিগে ডাক পেয়েছে পেসার তাসকিন আহমেদও। তিনি বর্তমানে জিম্বাবুয়ের টি-টেনে বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন। এলপিএলে তাকে দলে নিতে চায় ডাম্বুলা অরা। হৃদয়ের মতো তাসকিনও অনাপত্তিপত্র চেয়ে আবেদন করে রেখেছেন। যদি অনুমতি পান, সেক্ষেত্রে জিম্বাবুয়ে থেকে সরাসরি শ্রীলঙ্কায় খেলতে যাবেন তাসকিন।
চলতি মাসের ৩০ জুলাই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর, যা শেষ হবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এই সময়ে বাংলাদেশ দলের খেলা না থাকায় তাদের দুজনকেই স্বল্প সময়ের জন্য হলেও অনুমতি দিতে পারে বিসিবি। এই দুই ক্রিকেটার বিশ্বকাপ ভাবনায় থাকায় তাদের নিয়ে বেশ সতর্ক টিম ম্যানেজমেন্ট।