তামিমকে আরও শক্ত হওয়ার পরামর্শ মাশরাফীর
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে হওয়া সিরিজে হঠাৎ করেই মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়ে টালমাটাল হয়ে পড়ে দেশের ক্রিকেটাঙ্গন। সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। গণভবনে তামিমের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান।
অনেকের মতে, তামিমের ফেরার পেছনে বড় ভূমিকা রাখেন মাশরাফী। যদিও, তামিম প্রসঙ্গে এতদিন কোনো কথা বলেননি মাশরাফী। তবে, আজ বুধবার (২৬ জুলাই) এ বিষয়ে কথা বলেন তিনি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যান মাশরাফী। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে উঠে আসে তামিমের অবসর ইস্যু।
সে প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘সত্যি বলতে তামিমের অবসরের পেছনে কারণ কী সেটা আমি জানি না। তামিমের সঙ্গে আমার অতকিছু শেয়ার হয়নি। তবে, আমি সবচেয়ে হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। একজন আন্তর্জাতিক খেলোয়াড় এতটুকু ফাইট করতে পারবে না, এটা আমি মনে করি না। ওর পক্ষেও কিন্তু অনেকে কথা বলেছে।’
তামিমকে উদ্দেশ্য করে মাশরাফী আরও বলেন, ‘তামিমের এখন পারফর্ম করার সময়। তার চেয়ে বেশি বয়সে বিরাট কোহলি পারফর্ম করছে না? তামিম এখন যে পর্যায়ে আছে, এখন দেশকে সেরা কিছু এনে দেওয়ার সময়। এমন সময়ে যদি সরে যায়, তাহলে আমি মনে করি এটা শুধু পারিপার্শ্বিক চাপের বিষয় না। তাকে মানসিকভাবেও শক্ত থাকা উচিত। তার উচিত শতভাগ ফিট হয়ে আসার পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত থাকা। পারফরম্যান্স তার হয়ে কথা বলবে। কোচ, বোর্ড বা আমরা তার পক্ষে আছি কিনা এসব নিয়ে ভাবা তার মতো খেলোয়াড়ের কাছ থেকে আমরা আশা করি না।’