কেন শ্রীলঙ্কা লিগে তাসকিনকে খেলতে দেবে না বিসিবি?
জাতীয় দলের ব্যস্ততা না থাকায় জিম্বাবুয়ের টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। প্রথমবারের মত বিদেশি লিগে খেলা তাসকিন এবার পেলেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব। যদিও বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েও পাননি ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
জানা গেছে, বিসিবির চাওয়া তাসকিন জিম্বাবুয়েতে টুর্নামেন্ট শেষ করে বিশ্রামে থাকুক। কারণ তার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় টানা খেলার মধ্যে থাকলে চোটে পড়ার সম্ভাবনা রয়েছে। সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর, তাই তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
তবে তাসকিন অনুমতি না পেলেও সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন পেয়েছেন। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শরীফুল। আগামী ২-১ দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে সাকিব যোগ দিতে কিছুটা সময় লাগবে। কানাডার লিগ শেষ করে যোগ দেওয়ার কথা রয়েছে তার। খেলতে যেতে না পারায় তাসকিনকে ক্ষতিপূরণ দিতে পারে বিসিবি। এমনটা আভাস রয়েছে। অতীতেও আইপিএলে খেলতে না যাওয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয় তাসকিনকে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।