মেসির ব্যতিক্রমী উদযাপনের কারণ জানালেন স্ত্রী আন্তোনেলা
লিওনেল মেসির আগমণের পরই বদলে গেছে ইন্টার মায়ামি। টানা হারের বৃত্তে থাকা দলটিই এখন দুর্দান্ত সব জয় তুলে নিচ্ছে। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এই ম্যাচে একটি ব্যাতিক্রমী উদযাপন করেছেন মেসি, যার কারণ জানতে সমর্থকদের তীব্র কৌতূহল।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় গোল করার পর হাত উঁচিয়ে ডাগআউটের দিকে কিছু একটা ইঙ্গিত করেন মেসি। তবে কার উদ্দেশ্যে মেসির এমন উদযাপন, সেই কারণ অবশ্য তখন জানা যায়নি।
অবশেষে, মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এমন উদযাপনের কারণ জানালেন। রোকুজ্জো তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির ওই উদযাপনের ছবি পোস্ট করে নিচে ‘থরস ডে’-এর স্টিকার জুড়ে দিয়েছেন। থর হচ্ছে মার্ভেল কমিকস থেকে প্রকাশিত একটি কাল্পনিক কমিক্স চরিত্র।
জানা যায়, মেসির ছেলে থিয়াগো মার্ভেলের থর চরিত্রের অন্ধ ভক্ত। থরের প্রধান অস্ত্র হল তার হাতুড়ি। এই হাতুড়ির নাম ‘মিজলনির’ এবং এর সাহায্যে থর আকাশে উড়তে পারে এবং আবহাওয়া নিয়ন্ত্রণ বজ্রপাতের সঞ্চার করতে পারে। মেসি গোল উদযাপনে ছেলের প্রিয় সেই কমিক্স চরিত্র থরকেই অনুকরণ করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ইন্টার মায়ামির সঙ্গে ক্যারিয়ার শুরু করার সপ্তাহখানেক হতে চলল মেসির। গোলাপী জার্সিতে নেমে দুটি ম্যাচে জয়ও পেয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। শুরু থেকেই উরুগুইয়ান তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজেরও মায়ামিতে যাওয়ার গুঞ্জন ছিল। যদিও শেষমেশ জানা গেছে, চলতি বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে থাকবেন তিনি।