ধাক্কা খেল ব্রাজিল, আশা টিকে রইল ফ্রান্সের
পানামাকে ৪-০ গোলে উড়িয়ে নারী বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল ব্রাজিল। তবে, দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়েছে সেলেসাওরা। ফ্রান্সের সঙ্গে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্রাজিল। প্রথম ম্যাচে হোঁচট খেলেও এই জয়ে দ্বিতীয় রাউন্ডের ওঠার আশা জিইয়ে রাখল ফরাসিরা।
আজ শনিবার (২৯ জুলাই) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে পেয়েছে ২-১ গোলে হারের লজ্জা। ফ্রান্সের হয়ে গোল করেন লা সোমের এবং ওয়েন্দি রেনার্ড। ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন দি ওলিভেইরা।
শক্তিমত্তায় ব্রাজিলের তুলনায় এগিয়ে ছিল ফ্রান্সের মেয়েরা। মাঠের খেলায়ও সেটির প্রমাণ রাখে তারা। পুরো ম্যাচজুড়ে ৫৫ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় তারা। জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে মিশন শুরু করা ফ্রান্স ১৭ মিনিটে ম্যাচ লিড নিয়েছিল আনে ইউজেনি লে সমারের গোলে। প্রথমার্ধে পিছিয়ে থাকা ব্রাজিল ম্যাচ ফিরেছিল ৫৮ মিনিটে দেবোরা অলিভেইরার গোলে। এক সময় মনে হয়েছিল, ম্যাচটি ড্রয়ে শেষ হতে যাচ্ছে।
তবে ফ্রান্সের মেয়েদের চমক দেখানো যে তখনো বাকি ছিল। ৮৩ মিনিটে ওয়েন্ডি রেনার্ড গোল করে জয়ের উল্লাসে ভাসিয়ে দেন দলকে। ম্যাচের বাকি সময় চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের শীর্ষে ফ্রান্স। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রজিল। শেষ ম্যাচে ব্রাজিল খেলবে জ্যামাইকার বিপক্ষে এবং ফ্রান্স খেলবে পানামার বিপক্ষে।