অ্যাশেজে ইংলিশ ক্রিকেটারদের জার্সি বিভ্রাট!
চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট। তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আগে একে অপরের জার্সি বদলে মাঠে নামেন ইংলিশ ক্রিকেটাররা। প্রথমে এটিকে অনেকেই ভুল মনে করেছিলেন, যদিও তা ছিল পরিকল্পিত।একটি বিশেষ উদ্দেশে জার্সি বদলে মাঠে নেমেছিলেন ক্রিকেটাররা।
মূলত ডিমেনশিয়া রোগে আক্রান্তদের চিকিৎসার স্বার্থে অ্যালঝাইমার্স সোসাইটির প্রতি সমর্থন জানাতে এমন উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ শনিবার (২৯ জুলাই) খেলা শুরুর আগে ইংল্যান্ডের ক্রিকেটাররা যখন মাঠে সারিবদ্ধ হয়েছিলেন, তখন দেখা যায়, নয়জন ক্রিকেটার ভুল জার্সি পরে মাঠে নেমেছেন।
পরবর্তীতে জানা যায়, আসলে একটি ক্যাম্পেইনের প্রচারণা হিসেবেই জার্সি বদল করে মাঠে নেমেছে তারা। শুধুমাত্র বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি নিজেদের জার্সি পরেছিলেন। এর কারণ তারা প্রথমে মাঠে নামবেন। এই উদ্যোগের মাধ্যমে ডিমেনশিয়া রোগীদের জন্য অর্থ সংগ্রহ করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিষয়টি নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে ডিমেনশিয়া। তারা এবং তাদের প্রিয়জনের ওপর এর ভয়াবহ প্রভাব পড়েছে। আমি অত্যন্ত খুশি যে, ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব নিয়ে আমরা সচেতনতা বাড়াতে পারছি। রোগটির ভয়াবহতার ইতি টানতে অর্থ সংগ্রহ করতে পারছি বলে আমি আনন্দিত।’