এবার এমবাপ্পেকে নতুন প্রস্তাব লিভারপুলের
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সরগরম দলবদলের বাজার। আল হিলাল, রিয়াল মাদ্রিদের মতো নামিদামি সব ক্লাবগুলোর নজর রয়েছে এই তারকা ফুটবলারের ওপর। এবার সেই তালিকায় যোগ হলো ইংলিশ ক্লাব এফসি লিভারপুলের নাম। অলরেডরা এই ফরাসি তারকাকে নিতে আগ্রহ দেখিয়েছে।
আজ রোববার (৩০ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ধারে এক বছরের জন্য এমবাপ্পেকে নিতে চায় লিভারপুল। এর আগেও বেশ কয়েকবার এমবাপ্পেকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ক্লাবটি। যদিও শেষমেশ তাকে দলে ভেড়ায়নি ইংলিশ ক্লাবটি।
লিভারপুলের এই প্রস্তাব যদি মেনে নেন এমবাপ্পে, সেক্ষেত্রে একদিকে যেমন আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে বর্তমান ক্লাব পিএসজির, আর অন্যদিকে এক বছর পর নিজের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদেও যেতে পারবেন এমবাপ্পে। তবে এই প্রস্তাবে তিনি সাড়া দেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
এমবাপ্পে ইস্যুতে এখনও কোনো সমাধানে আসতে পারেনি প্যারিসিয়ানরা। কারণ এমবাপ্পে চুক্তি নবায়নে আগ্রহী নন। তাই যেকোনো মূল্যে এই মৌসুমেই তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। তবে এমবাপ্পে অবশ্য একবছর অপেক্ষা করেই ক্লাব ছাড়তে চান। সবমিলিয়ে মুখোমুখি অবস্থানে এমবাপ্পে-পিএসজি।
মাঝে সৌদি ক্লাব আল হিলালের একাধিক প্রস্তাবে সায় দেননি এমবাপ্পে। এমনকি ক্লাবটির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি ২৪ বছর বয়সী এই ফুটবলার। গুঞ্জন রয়েছে দাম কমিয়ে হলেও এমবাপ্পেকে রিয়ালের কাছে বিক্রি করতে রাজি পিএসজি। সেক্ষেত্রে পিএসজির চাওয়া অন্তত ২৫০ মিলিয়ন ইউরো। এমন রেকর্ড দামে রিয়াল এমবাপ্পেকে কেনে কিনা, তা তো সময়ই বলে দেবে।