তামিমের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন নান্নু
অবসর ইস্যুর পর দেশসেরা ওপেনার তামিম ইকবালের চোট নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। পিঠের চোটের কারণে এই ক্রিকেটারের এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে সংশয়। কবে নাগাদ মাঠে ফিরবেন তামিম, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন তামিম, এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
গতকাল রোববার (৩০ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম প্রসঙ্গে নান্নু জানান,‘ আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি। খেলোয়াড়ের ইনজুরি আপডেট যদি আগে জানা যায় অনেক সুবিধা হয়। এটা মেডিকেল থেকে আপডেট জানানো হয়।’
প্রধান নির্বাচক আরও যোগ করেন, ‘এটা শুধু জাতীয় দলের খেলোয়াড় না। এইচপিসহ সব খেলোয়াড়ের আপডেট আমরা পেয়ে থাকি, তারপর উদ্যোগ নেই। কিছু কিছু ইনজুরি আছে যেগুলোকে সঙ্গে নিয়েই খেলোয়াড়রাও খেলে যায়। এটা দুর্ভাগ্যজনক। এভাবে বলা যায় না ইনজুরিটা কার কখন আসে। মেডিকেল বিভাগ থেকে আমরা সব সময় পজিটিভের আশায় থাকি।’
এদিকে তামিমের চোটের বিষয়ে চূড়ান্ত কোনো আপডেট না দিতে পারলেও তাকে রাখা হয়েছেন ৩২ জনের ক্যাম্পে। কবে নাগাদ তামিম ক্যাম্পে যোগ দেবেন, তা অবশ্য জানা যায়নি। তবে, আজকালের মধ্যেই তামিমের সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই জানা যাবে, তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা।