সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন স্ত্রী ডোনার
সৌরভ গাঙ্গুলি— ভারতের এই সাবেক ক্রিকেটারকে সবাই দাদা বলেই চেনেন। কেউ কেউ আবার মহারাজ বলেও ডাকেন। সৌরভ মাঠের ক্রিকেট ছেড়েছেন বহুদিন। তবে এখনও যুক্ত আছে ভারতীয় ক্রিকেটের সঙ্গে। এবার অন্য সবার মতো স্বামী সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন করলেন স্ত্রী ডোনা গাঙ্গুলি।
গতকাল রোববার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে মজার ছলেই স্বামীকে দাদা বলে সম্বোধন করে ডোনা। যা নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা।
ইনস্টাগ্রামে নিজের বাবা ও স্বামী সৌরভকে নিয়ে একটি পুরনো ছবি পোস্ট করেন ডোনা। সেখানে ক্যাপশনে লেখেন, ‘বাবার সঙ্গে আছে দাদাও।’ ডোনার এমন পোস্ট দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, সৌরভকেই দাদা বলে সম্বোধন করেছেন ডোনা।
সৌরভ গাঙ্গুলির সাথে ডোনা গাঙ্গুলির প্রেম কাহিনী কম-বেশি সবারই জানা। শোনা যায় কলকাতায় খুবই কাছাকাছি ছিল তাদের দুজনের বাড়ি। সেভাবেই তাদের পরিচয়। পরবর্তীতে পরিবারকে না জানিয়ে নাকি রেজিস্ট্রি করেন এই জুটি। বিষয়টি জানাজানি হলে, পরিবারের সম্মতিতে ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বর্তমানে ডোনা নৃত্য শিল্পের সঙ্গে আর গাঙ্গুলি ক্রিকেটীয় দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে তাদের ঘর আলোকিত করে আসে মেয়ে সানা গাঙ্গুলি। যিনি পড়াশোনার জন্য এখন লন্ডনে থাকেন।