অনুশীলনে ফিরলেন উইলিয়ামসন, চোখ বিশ্বকাপে
ওয়ানডে বিশ্বকাপের আর দু’মাস বাকি। ৫ অক্টোবর থেকে ভারতে বসবে একদিনের ক্রিকেটের মহাযজ্ঞ। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। কিন্তু, টানা দুইবারের রানার্সআপ নিউজিল্যান্ডের শঙ্কা অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে। আইপিএলে গিয়ে পড়া চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি।
তবে, আশার প্রদীপের সলতে একটু যেন জ্বাললেন উইলিয়ামসন নিজেই। দীর্ঘদিন পর নেটে ফিরলেন তিনি। কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন। আজ মঙ্গলবার (১ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেন উইলিয়ামসন। তাতে লেখেন, ‘নেটে ফেরাটা খুব চমৎকার। ব্যাট হাতে অল্প কিছু শট খেললেও ফিরতে পেরে দারুণ লাগছে।’
ব্যাট হাতে নিউজিল্যান্ডের অন্যতম ভরসা কেন উইলিয়ামসন। বিশ্বকাপের বছরে তাকে ঘিরে কিউইদের অনেক আশা। গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছয় আটকাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। বাউন্ডারি সীমানায় দাঁড়ানো উইলিয়ামসন লাফিয়ে বল হাতে নিয়ে শূন্যে থাকতেই মাঠে ছুড়ে দেন। তার ডান পা বাউন্ডারির ওপারে পড়লেও ভারসাম্য রাখতে পারেননি। মাটিতে পড়ে ডান হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কিউই তারকা।
পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান হাঁটুতে চোট ধরা পড়ে। লিগামেন্টের অস্ত্রোপচার করতে হয় তাকে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। এখনও বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি। তবে, বিশ্বকাপ খেলার চেয়ে সবার আগে পুরোপুরি সেরে ওঠার দিকে মনোযোগ তার।