শ্রীলঙ্কায় প্রথম হারের মুখ দেখলেন হৃদয়
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেকটা দুর্দান্ত হয়েছিল তাওহিদ হৃদয়ের। গত ৩০ জুলাই লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস। সেই ইনিংসে ভর করে তার দল জাফনা কিংস হারিয়েছিল কলম্বো স্ট্রাইকার্সকে।
দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (১ আগস্ট) জাফনা মুখোমুখি হয় ডাম্বুলা অরার। এ দিন ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি হৃদয়। হারের মুখ দেখে তার দলও। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৯ রান করে জাফনা। জবাবে ১৬.২ ওভারে দুই উইকেটে ১৩২ রান করে ডাম্বুলা হেসেখেলেই হারায় হৃদয়দের।
আগের ম্যাচে চার নম্বরে নেমে ফিফটি করেছিলেন হৃদয়। এ ম্যাচে তাকে ওয়ান ডাউনে তুলে আনে দল। ২০ রানে প্রথম উইকেট যাওয়ার পর মাঠে নামেন হৃদয়। কিন্তু, সুবিধা করতে পারেননি। মাত্র দুই চারে ২০ বলে ২৪ রান করে আউট হন ধনাঞ্জয়া ডি সিলভার বলে।
চারিথ আসালাঙ্কার ৫২ বলে ৫৬ রানের ইনিংসে ভর দিয়ে জাফনা পায় ১২৯ রানের সংগ্রহ। বড় ইনিংস না হলেও আসালাঙ্কার পর হৃদয়ের ২৪ রানই হয়ে থাকে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান।
প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন হৃদয়। সেটি বেশ ভালোভাবেই কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি। এতে আখেরে লাভটা দেশের ক্রিকেটের। কারণ, আগামী মাসেই যে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।