২০০ রানের জয়ে সিরিজ ভারতের
জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে হাতছাড়া—এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করল না ভারত। ব্যাটে-বলের দাপটে জ্বলে উঠল সফরকারীরা। তাতে ভারতের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। ২০০ রানের দুর্দান্ত জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল হার্দিক পান্ডিয়ার দল।
আজ বুধবার (২ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত। এই নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১৩টি ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।
বারবাডোজে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে ভারত। ব্যাট করতে নামা ভারতের হয়ে শুরুটা অসাধারণ করেন ঈষাণ কিষান ও শুভমান গিল। ফলে ওপেনিং জুটিতে ভারত পায় ১৪৩ রান।
৭৭ রানে ঈষাণ ফিরলে ভাঙে এই জুটি। তিনে নামা রুতুরাজ থিতু হতে পারেননি। ৮৫ রানে ফেরেন শুভমানও। তবে, দ্রুত তিন উইকেট হারালেও বিপদে পড়তে হয়নি ভারতকে। কারণ উইকেটে থিতু হয়ে সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়াও খেলেন চমৎকার ইনিংস। তাতে শক্ত পুঁজি পায় ভারত। পান্ডিয়া খেলেন ৫২ বলে ৭০ রানের ইনিংস। সঞ্জু উপহার দেন ৪১ বলে ৫১ রানের ইনিংস।
জবাব দিতে নেমে ১৫১ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শার্দুল ঠাকুর ৪ উইকেট ও মুকেশ কুমারের ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিকদের ইনিংস। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ম্যাচের সেরা হয়েছেন শুভমান গিল, সিরিজ সেরা কিষান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত : ৫০ ওভারে ৩৫১/৫ (কিষান ৭৭, গিল ৮৫, রুতুরাজ ৮, স্যামসন ৫১, পান্ডিয়া ৭০*, যাদব ৩৫, জাদেজা ৮*; সিলস ৮-০-৭৫-০, মেয়ার্স ৪-০-২৫-০, জোসেফ ১০-০-৭৭-১, মোটি ১০-১-৩৮-১, শেফার্ড ১০-০-৭৩-২, ক্যারাইয়াহ ৮-০-৫৮-১)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫.৩ ওভারে ১৫১ (কিং ০, মেয়ার্স ৪, আথানেজ ৩২, হোপ ৫, কার্টি ৬, হেটমায়ার ৪, শেফার্ড ৮, ক্যারাইয়াহ ১৯, জোসেফ ২৬, মোটি ৩৯*, সিলস ১; মুকেশ ৭-১-৩০-৩, পান্ডিয়া ৪-১-১৩-০, শার্দুল ৬.২-০-৩৭-৪, উনাদকাট ৫-০-১৬-১, কুলদিপ ৮-৩-২৫-২, জাদেজা ৫-১-২৯-০)।
ফল: ভারত ২০০ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী।