ফিটনেস পরীক্ষা সর্বোচ্চ নম্বর পেলেন শান্ত
এশিয়া কাপকে সামনে রেখে দল সাজাতে ব্যস্ত বাংলাদেশ। চূড়ান্ত দল ঘোষণার আগে গত কদিন ধরেই ‘হোম অফ ক্রিকেট’ এ চলছে প্রাথমিক ক্যাম্প। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) শুরু হলো ফিটনেস টেস্ট। যেখানে সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করেছেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুর শেরেবাংলা ইনডোর স্টেডিয়ামে আজ সকাল থেকে হয় ফিটনেস টেস্ট। জাতীয় দলের ট্রেনার নিক লি ক্রিকেটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন। ‘ইয়ো ইয়ো’ টেস্টে সবচেয়ে বেশি ১৯.৫ নম্বর পেয়েছেন শান্ত।
জানা যায়, ফিটনেস পরীক্ষার মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৬। সবাই মোটামুটি এর আসে-পাশেই পেয়েছেন। শান্তর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ নম্বর পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান। মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১৯.২।
গত সোমবার (৩১ জুলাই) থেকে ক্রিকেটারদের নিয়ে শুরু হলো ফিটনেস ক্যাম্প। এই ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারদের থেকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের স্কোয়াড।
ক্যাম্পের শুরুর দিনে মিরপুর শেরেবাংলায় মাহমুদউল্লাহ-নাসুম আহমেদরাসহ ক্যাম্পে যোগ দেন ২০ জন ক্রিকেটার। এরপরের দিন যোগ দেন আরও কয়েকজন। ক্যাম্পের প্রথম দিন অংশ নেওয়া ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ইসিজি করা হয়। পরদিন ফিজিওর অধীনে পুরো শরীর স্ক্রিনিং করা হয়। এবার শুরু হলো ‘ইয়ো ইয়ো’ টেস্ট।
ক্যাম্পে থাকা ক্রিকেটারদের থেকে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তাদের নিয়েই আগামী ৮ আগস্ট শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। জাতীয় দলের কোচদের এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছানোর কথা।