বিসিবি প্রধানের বাসায় তামিম, রুদ্ধশ্বাস অপেক্ষা সবার
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বৈঠকে অংশ নিতে বিসিবিপ্রধানের গুলশানের বাসায় সন্ধ্যায় পৌঁছেছেন তামিম। পাপন-তামিম ছাড়াও সেখানে আছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। ইতোমধ্যে পাপনের বাসায় উপস্থিত হয়েছেন তিনিও। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে আসতে চলেছে বড় সিদ্ধান্ত।
এই বৈঠক আগে থেকেই নির্ধারিত ছিল। রাট ৮টায় পাপন গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তামিম পৌঁছেছেন দেরিতে। এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমের থাকা না থাকা, তামিম না থাকলে তার পরিবর্তে অধিনায়ক কে হবেন, সেসব বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক।
গত মাসে আফগানিস্তান সিরিজ চলাকালীন হঠাৎ অবসর নেন দেশসেরা ওপেনার তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভাঙলেও বিশ্বকাপ খেলার মতো সম্পূর্ণ শারীরিক সুস্থতা নেই তামিমের। গত সপ্তাহেই কোমরের চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন তামিম। দুটো ইনজেকশন নিয়ে ফিরে এলেও ডাক্তার পুরোপুরি আশার বাণী শোনাননি।
এর আগে গত ১ আগস্ট দুপুরে তিন নির্বাচক, জালাল ইউনুস এ দলের ম্যানেজার নাফিস ইকবালকে নিয়ে আকস্মিক মিটিংয়ে বসেন পাপন। মিটিং পরবর্তী সময়ে গণমাধ্যমকে কিছু জানাননি তারা।
সেই মিটিংকে আজকের আলোচনার খসড়া মিটিং বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। যার চূড়ান্ত ফল আসবে আজ।