তামিম না থাকলে কে হবেন অধিনায়ক?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে তামিম ইকবাল ও পাপনের মধ্যে বৈঠক। উপস্থিত আছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আটটার পরে শুরু হওয়া বৈঠকের ফলাফল জানতে অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
কোমরের চোটে সম্পূর্ণ ফিট নন তামিম। এর মাঝে নিয়েছিলেন অবসর। ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। কিন্তু, তামিম বিতর্কের এখনও শেষ হয়নি। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে গত ৩১ জুলাই দেশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম। তবে, চিকিৎসকরা খুব একটা আশার বাণী শোনাননি।
এতেই মাথাচাড়া দিয়ে উঠেছে পুরোনো প্রশ্ন। ওয়ানডে অধিনায়ক তামিম যদি না খেলেন আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ, তাহলে অধিনায়কত্ব করবেন কে? এ ব্যাপারে বেশ ক’বার গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বিসিবি সভাপতি। প্রতিবারই তিনি বলেছেন, ‘এখনও তামিম ওয়ানডে অধিনায়ক। তামিম খেললে সে-ই অধিনায়ক থাকবে। যদি খেলতে না পারে তখন বিকল্প ভাবতে হবে আমাদের।’
তবে কি সেই বিকল্প ভাবার সময় এসে গেছে? চূড়ান্ত সিদ্ধান্ত জানাতেই এই বৈঠকের আয়োজন? এর আগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন লিটন দাস। দ্বিপাক্ষিক সিরিজে অধিনায়কত্ব করা এবং বিশ্বকাপের মতো মঞ্চে দায়িত্ব সামলানোর মধ্যে তফাৎ বিস্তর। লিটন কতটুকু প্রস্তুত অধিনায়কত্ব করতে সেটিও ভাবনার বিষয়। দেশের অন্যতম সেরা এই ওপেনার অধিনায়ক হলে নিতে হবে বাড়তি চাপ।
বিকল্প হিসেবে একজনের নাম সবার আগে সামনে আসবে। বাংলাদেশ দলের পুরোনো সৈনিক সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডারের অসাধারণ নৈপুণ্য দেখেছে ক্রিকেট দুনিয়া। নির্ভার হয়ে নিজের সবটুকু নিংড়ে দিয়েছিলেন। আরও একটি বিশ্বকাপকে সামনে রেখে সাকিবকেই সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের। সেখানে অধিনায়কত্ব বাড়তি চাপে ফেলাটা অস্বাভাবিক নয়।
সিনিয়রদের মধ্যে মুশফিকুর রহিম আছেন। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ও নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকও ঠিক কতটা প্রস্তুত, তা বলবে সময়। এর বাইরে যারা আছেন, সরাসরি বিশ্বকাপে দলের দায়িত্ব দেওয়াটা হতে পারে একপ্রকার বোঝা। যাতে ঘটতে পারে হিতে বিপরীত।
তবে, সব জল্পনা স্পষ্ট হবে পাপন-তামিমের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে।