১০ মিনিটেই শেষ মেসির অ্যাওয়ে ম্যাচের সব টিকিট
বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি নির্ভার ফুটবল খেলতে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়ে কেবল মায়ামির ফুটবলই নয়, বদলে দিয়েছেন পুরো দেশের ফুটবল উন্মাদনাই। এতটাই যে, মেসির ম্যাচ মানেই অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। তবে, ঘরের মাঠ ছাড়িয়ে বিপক্ষের মাঠেও মেসির জাদু দেখতে দর্শকরা উন্মুখ। আগামী ৬ আগস্ট এফসি ডালাসের বিপক্ষে মায়ামির অ্যাওয়ে ম্যাচ উপলক্ষে ছাড়া সব টিকিট বিক্রি হয়ে গেছে ১০ মিনিটে। খবর গোল ডটকমের।
মায়ামির জার্সিতে মেসির এটি প্রথম অ্যাওয়ে ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ হলেও ভক্তদের আগ্রহের কমতি নেই। বরং, বলা ভালো ক্ষুদে জাদুকরের জাদু নিজ চোখে দেখার লোভ সামলাতে পারছে না মার্কিন ফুটবলপ্রেমীরা।
আজ শুক্রবার (৪ আগস্ট) গোল ডটকমের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে ৬ আগস্ট মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও এফসি ডালাস। অনলাইনে সে ম্যাচের টিকিট ছাড়ার পর ১০ মিনিটেই শেষ হয়ে যায় সব। টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ দামে বিক্রি হওয়া টিকিটের মূল্য এক হাজার ৬০ ডলার বা প্রায় এক লাখ ১৫ হাজার টাকা। প্রায় ২০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি অপেক্ষায় মেসির পায়ের জাদু দেখতে।
এখন পর্যন্ত মায়ামির জার্সিতে তিন ম্যাচ খেলেছেন মেসি। তিন ম্যাচে পেয়েছেন পাঁচ গোল, সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি। সর্বশেষ ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।