রোনালদোর নতুন মাইলফলক
গত কয়েকদিন ধরে সৌদি ক্লাব আল নাসেরের জার্সিতে সময়টা খুব একটা ভালো যায়নি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি রোনালদোর। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ম্যাচে অন্তিম মুহূর্তে গোল করে দলকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। এমন ম্যাচে এক অন্যরকম মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী তারকা।
গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) মিশরের জামালেকের বিপক্ষে মাঠে নামে আল নাসের।এই ম্যাচে আল নাসরের জার্সিতে অভিষেক হয় সাদিও মানের। আরেকটু হলেই অভিষেক ম্যাচে হারের মুখ দেখতে হতো মানেকে। তবে সেটি হতে দেননি রোনালদো।
৮৭তম মিনিটে অসাধারণ এক হেডে জামালেকের জালে বল জড়িয়ে দলকে জেতান রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটা তার ৮৪০তম গোল। তবে ডান পা ছাড়া বাম পা ও হেড বা অন্যান্য মিলিয়ে এটি তার ৩০০তম গোল। যা ফুটবল ইতিহাসে নতুন এক রেকর্ড।
স্পেনের সংবাদমাধ্যম এএস জানিয়েছে, হেডে রোনালদোর করা গোলটির মাধ্যমে প্রয়াত জার্মান কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড ভেঙেছেন রোনালদো। ফুটবল ইতিহাসে অফিসিয়াল ম্যাচে এতদিন হেডে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল মুলারের। হেডে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী তারকা। হেডে পর্তুগিজ তারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ এ। রোনালদো ও মুলারের পর ১২৫ গোল নিয়ে তৃতীয় স্থানে স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কার্লোস সান্তিলানা। হেডে ১২৪ গোল করা ব্রাজিলের কিংবদন্তি পেলে চতুর্থ।
সৌদি প্রো লিগে আল নাসর তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ আগস্ট আল ইত্তিফাকের বিপক্ষে। সাবেক লিভারপুল তারকা স্টিভেন জেরার্ডের কোচিংয়ে ইত্তিফাকের হয়ে খেলবেন জর্ডান হেন্ডারসন ও মুসা দেম্বেলে। এর এক সপ্তাহ পর এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে খেলবে আল নাসর। ওই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।