বিশ্বকাপ খেলতে আইসিসিকে নতুন শর্ত পাকিস্তানের
আর মাত্র ৬২ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। চূড়ান্ত সূচি প্রকাশ হলেও এখনো পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নিরাপত্তা ইস্যুতে চূড়ান্ত দোটানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এবার বিশ্বকাপে খেলতে আইসিসিকে নতুন শর্ত জুড়ে দিল পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) পাকিস্তানভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন ওই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাশ্মীরবিষয়ক উপদেষ্টা ও পিসিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ।
এই বিষয়ে পাকিস্তান সরকারের সবশেষ সিদ্ধান্ত তুলে ধরেন জাকা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগস্টের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের একটি নিরাপত্তা প্রতিনিধিদল ভারত সফরে যাবে। সফরের জন্য পাকিস্তান সরকার ভারত ও আইসিসির সঙ্গে যোগাযোগ করবে। পরবর্তীতে সেই প্রতিনিধিদল পাকিস্তানের ম্যাচ ভেন্যুগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে। একই সঙ্গে আইসিসি থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে একটি লিখিত চিঠিও চাইবে পাকিস্তান। এরপরই তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, ‘ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেখানে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে আপসের সুযোগ নেই। আইসিসি থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তবেই পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হতে পারে।’
চলতি বছরের ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। নিজেদের প্রথম ম্যাচে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাবর-রিজওয়ানরা। ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এর আগে পিসিবি বলেছিল, নকআউট পর্বের আগে এ ভেন্যুতে খেলতে চায় না তারা।