ম্যাকগ্রার দৃষ্টিতে বিশ্বকাপের সেমিতে খেলবে যারা
আর ৬০ দিনের অপেক্ষা, এর পরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। এখন অপেক্ষা শুধু খেলা মাঠে গড়ানোর। আসন্ন বিশ্বকাপকে ঘিরে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী। যে তালিকায় আছেন তিনবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।
আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা ও কারা খেলতে পারে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে, তা শুক্রবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন ম্যাকগ্রা।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ের নায়ক গ্লেন ম্যাকগ্রার মতে কোয়ালিফাই করবে এমন চারটি দল হলো ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। ঘরের মাটিতে বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ায় ভারতকে প্রথমে রেখেছেন ম্যাকগ্রা। তিনি নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার থেকে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন। এছাড়াও নিজের দেশ ও গতবারের চ্যাম্পিয়নকে এই তালিকায় ভোলেননি তিনি।
আগামী ৫ অক্টোবর ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা চার দলকে নিয়ে হবে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল। ভেন্যুর তালিকায় আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম।
এদিকে, বিশ্বকাপে ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের সূচিতে এই বদলে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ডও। তারিখ বদলালেও ম্যাচ হবে আহমেদাবাদেই। শুধু এই ম্যাচের নয়, আরও কিছু ম্যাচের দিন বদলাতে পারে বলে জানা গেছে। পাকিস্তানের অন্তত দুটি ম্যাচের দিন বদলাতে পারে। ভারতীয় বোর্ড বা আইসিসির তরফে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি।