আলোচনার মাঝেই হঠাৎ শেরেবাংলায় তামিম
বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে বেশ আলোচিত নাম— তামিম ইকবাল। দেশসেরা ওপেনার ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছেন গতমাসে। ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। এরপর গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এই সময়টুকুতে শেরেবাংলায় পা পড়েনি তার। অবশেষে আজ (৬ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে দেখা গেছে তামিমকে।
তামিম অবসর নিয়েছিলেন নিজ শহর চট্টগ্রামে। প্রধানমন্ত্রীর অনুরোধে ফেরেন গণভবনে। এরপর অধিনায়কত্ব ছাড়েন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। সবমিলিয়ে, মিরপুরে যাওয়া হচ্ছিল না তার। আজ দুপুরে মিরপুরে তামিম যান বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে দেখা করতে। সেখানে নিজের শারীরিক অবস্থা ও পুর্নবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তিনি।
কোমরের পুরোনো চোটের কারণে গত মাসের শেষ সপ্তাহে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের তত্ত্বাবধানে ছিলেন তামিম। ফিরে আসার সময় তামিমকে বেশ কিছু নির্দেশনা দেন টমি। তামিমকে দুই সপ্তাহের বিশ্রাম ও নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক।
প্রথম এক সপ্তাহ তামিমকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। পরের এক সপ্তাহ অল্প পরিসরে চলবে ফিটনেস ঠিক করার কাজ। টনি হ্যামন্ডের পরামর্শ অনুযায়ী তামিমকে নিয়ে কাজ করবেন বিসিবির চিকিৎসক ও ফিজিওরা।
সেসব নিয়ে আলোচনা করতেই আজ দুপুরে শেরেবাংলায় হাজির হন তামিম। বিসিবির মেডিকেল বিভাগে কাজ সেরে তামিম যান পরিচালনা বিভাগে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মিরপুর থেকে চলে আসেন তিনি।