ফিফা-উয়েফার পরিকল্পনা নিয়ে হতাশ গার্দিওলা
ফুটবলারদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। আগে মৌসুম শেষ হলে যতটা সময় পেত, এখন তা কমে এসেছে। মৌসুম শেষ হওয়ার অল্প দিনের মাথায় শুরু হয় প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব। সেটি চলে প্রায় মাসব্যাপী। এরপর লিগ, বিভিন্ন কাপ, চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই। নকআউট পর্বের খেলা নির্ধারিত ৯০ মিনিটে শেষ না হলে আছে অতিরিক্ত সময়। সবমিলিয়ে, খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েন ভীষণ। এই সবকিছু অসহ্য লাগছে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার কাছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
আজ রোববার (৬ আগস্ট) গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আসন্ন মৌসুমে ম্যানসিটির সূচিতে অনেকগুলো ম্যাচ আছে। যেগুলোর মাঝে ব্যবধান অল্প। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, ক্লাব বিশ্বকাপ— একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে ছেলেরা নিজেদের কতটা ঠিক রাখতে পারবে, তা নিয়ে চিন্তিত সিটি বস। ঠাসা এই সূচির সমালোচনা করেছেন গার্দিওলা।
গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানো এই কোচ বলেন, ‘প্রাক-মৌসুম বিষয়টা এখন কেমন যেন হয়ে গেছে। খেলতে গিয়ে সবাই যেন ক্লান্ত, বিধ্বস্ত। এরই মধ্যে কতজন চোট পেয়েছে, বাজে অবস্থায় আছে। ফুটবলারদের শারীরিক ধকল বাড়ছে।’
২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ৪৮ দলের। আগামী মৌসুম থেকে উয়েফা ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দলের। ফিফা ও উয়েফা চাচ্ছে ফুটবলের পরিধি বাড়াতে। যা খেলোয়াড়-কোচদের আরও বাজে অবস্থায় ফেলবে বলে মনে করেন গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘ফিফা-উয়েফা আরও বেশি প্রতিযোগিতার আয়োজন করাচ্ছে, দলের সংখ্যা বাড়াচ্ছে। এতে ভবিষ্যতে কী হবে জানা নেই। খেলোয়াড়রা ও কোচরা কীভাবে প্রস্তুত হবে, নিজেদের মানিয়ে নেবে, তা ভাবনার বিষয়।’