আগস্টেই পিএসজি ছাড়তে চান এমবাপ্পে
ফরাসি ক্লাব পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পের মন উঠে গিয়েছিল আগেই। ক্লাবকে খোলা চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি থাকবেন না। ফরাসি মিডিয়াতেও এমবাপ্পে বলেছেন, তিনি শান্তিতে নেই পিএসজিতে। ফরাসি ক্লাবটিও তাদের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এশিয়া সফরের দলে রাখেনি নিজেদের সেরা তারকাকে। এর মাঝে সৌদি প্রো লিগের দল আল-হিলাল নিয়ে এসেছিল লোভনীয় প্রস্তাব। সেই প্রস্তাকে না করে দিয়েছেন এমবাপ্পে। আল-হিলালকে প্রত্যাখান করলেও চলতি আগস্টেই পিএসজি ছাড়তে চান তিনি। এমনটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
শনিবার (৫ আগস্ট) এএসের করা একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, এমবাপ্পে ও তার মা ফাইজা লামারি মিলে নতুন পরিকল্পনা করছেন। তারা চান, আগস্টেই পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে। এর জন্য পিএসজি থেকে যে আনুগত্য বোনাস পাওয়ার কথা, সেটি ছেড়ে দিতে রাজি আছেন এমবাপ্পে।
পিএসজির সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে এমবাপ্পের। চুক্তির শর্ত অনুযায়ী, এই ফরাসি স্ট্রাইকার মেয়াদ শেষ করলে তাকে ক্লাবের তরফ থেকে ছয় কোটি ইউরো (ইউরোপের মুদ্রা) বেতন ও নয় কোটি আনুগত্য বোনাস দেওয়া হবে।
সেই বোনাসের লোভ ছাড়তে রাজি আছেন বিশ্বকাপজয়ী ফরাসি এই তারকা। তবে, পরবর্তী গন্তব্য কোথায় তা নিশ্চিত করা হয়নি। আল-হিলালের পাশাপাশি গুঞ্জন উঠেছিল এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে নিতে চায় ইংলিশ ক্লাব লিভারপুল। যদিও, সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
এমবাপ্পের মায়ের চাওয়া তার ছেলে রিয়াল মাদ্রিদে খেলুক। স্প্যানিশ এই ক্লাবটি এমবাপ্পের নিজেরও স্বপ্নের ক্লাব। গত মৌসুমে মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। এবারও তাকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।