মায়ামির জার্সিতে বার্সার স্মৃতি ফেরালেন মেসি-আলবা
বয়সের কোটা ৩৫ পেরোলেও লিওনেল মেসি এখনও অসাধারণ, অনবদ্য। ইন্টার মায়ামির জার্সিতে প্রতিটি ম্যাচেই নিজেকে নতুন করে চেনাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির পরশে বদলে গেছে ইন্টার মায়ামি। হারের বৃত্তে থাকা দলটাই এখন পাচ্ছে একের পর এক দুর্দান্ত জয়।
সবশেষ ডালাসকে এফসিকে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসিবাহিনী। এমন ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। যার প্রথমটি এসেছে আবার বার্সাতে মেসির সতীর্থ হিসেবে খেলা জর্দি আলবার পা থেকে। এই গোলটিই ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা মেসির অনবদ্য একটি গোলের স্মৃতিকে স্মরণ করিয়েছে।
২০১৭ সালে এল ক্লাসিকোতে ২-২ সমতায় থাকা ম্যাচের একবারে শেষ মুহূর্তে ডান প্রান্ত থেকে জর্দি আলবার বাড়ানো বলে বাঁ পায়ের গড়ানো শটে গোলরক্ষক নাভাসকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান মেসি। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
প্রায় ৬ বছর পর এবার মায়ামির জার্সিতে সেই স্মৃতিই ফেরালেন মেসি-আলবা জুটি। এবার মায়ামির ম্যাচেও ডান প্রান্ত দিয়ে আলবার বাড়ানো বলে মেসি একই জায়গা দিয়ে বল জালে জড়ান। যা মায়ামির জার্সিতে আলবার প্রথম অ্যাসিস্ট।
মেসির এমন দুর্দান্ত ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে মায়ামি। ডালাস এফসির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ৪-৪ সমতায় থাকায় খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। যেখানে ৫-৩ ব্যবধানে জয় তুলে নেয় মায়ামি। এই ম্যাচেও জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এই নিয়ে ৪ ম্যাচে ৭ গোল করলেন এই ৩৬ বছর বয়সী তারকা।