মেসির গোলের প্রশংসায় প্রতিপক্ষ কোচ
লিওনেল মেসি মাঠে নামবেন, খেলবেন, গোল করবেন, ম্যাচ জিতবেন। ইন্টার মায়ামিতে যাওয়ার পর এটি হয়ে গেছে নিয়মিত রুটিন। মেসির জিয়নকাঠিতে জেগে উঠেছে মায়ামি, জেগে উঠেছে গোটা যুক্তরাষ্ট্রের ফুটবল। মেসি বন্দনায় মুখর চারিদিক। এবার তাতে যোগ দিলেন মেসিদের প্রতিপক্ষ এফসি ডালাস কোচ নিকো এস্তেভেস। মেসির ফ্রি-কিকে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসালেন তিনি। খবর ইউএসএ টুডের।
লিগস কাপের ম্যাচে আজ সোমবার (৭ আগস্ট) এফসি ডালাসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মায়ামিতে যোগ দেওয়ার পর এটি মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। মেসিকে দেখতে ২০ হাজার দর্শক ধারণক্ষমতার টয়োটা স্টেডিয়ামের টিকিট বিক্রি হয়ে যায় মাত্র ১০ মিনিটেই। মেসিও হতাশ করেননি ভক্তদের।
ম্যাচের ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবার অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে গড়ানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। যেন পুণরাবৃত্তি ঘটালেন বার্সার সেই সোনালী অতীতের। এরপর ম্যাচের ৮৫তম মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে ৪-৪ সমতা আনেন ক্ষুদে জাদুকর। পরে টাইব্রেকারে জয় তুলে নেয় মায়ামি। মেসির সেই ফ্রি কিক নিয়েই বন্দনায় মাতেন প্রতিপক্ষ ডালাসের কোচ এস্তেভেস।
সোমবার (৭ আগস্ট) ইউএসএ টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, মেসির এই গোল নিয়ে কথা বলেন তিনি। এস্তেভেস বলেন, ‘আমার মনে হয়, এটা বলার মতো কিছু নয়। মনে হয়, সবাই এটি (ফ্রি কিক) দেখেছে। মেসির জন্য ফ্রি কিক নেওয়াটা অতটাই সহজ, যা অন্যদের জন্য পেনাল্টি নেওয়ার সমান।’