কাল ক্যাম্পে যোগ দিবেন হাথুরুসিংহে
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এতদিন ছুটিতে থাকা বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুাসিংহে দলের সঙ্গে যোগ দেবেন প্রথম দিন থেকেই।
হাথুরুাসিংহের পাশাপাশি কাল ক্যাম্পে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
৩১ আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। বিশ্বকাপের বছর হওয়ায় এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। তা ছাড়া, এশিয়া কাপের দলই মোটামুটি বিশ্বকাপের দল হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই, এবারের অনুশীলন ক্যাম্প অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসার পর রীতিমতো বদলে গেছে দল। তিন ফরম্যাটেই আছে ধারাবাহিক ছন্দে। বিশেষ করে রঙিন পোশাকে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে বড় কিছুর। অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় পেস ইউনিট হয়ে উঠেছে দুর্দান্ত। নিবিড় পরিচর্যায় একেকজনকে তৈরি করছেন সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
বাংলাদেশে আগে থেকেই আছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট। ছুটি কাটিয়ে কিছুদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও সহকারী কোচ নিক পোথাস। সবাইকে নিয়ে পুরোদমে নতুন স্বপ্নের ভীত গড়তে প্রস্তুত বাংলাদেশ দল।