শেরেবাংলায় বিশ্বকাপ ট্রফিকে ঘিরে উন্মাদনা
ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ট্যুরের দ্বিতীয় দিনকে ঘিরে বেশ ব্যস্ত 'হোম অফ ক্রিকেট গ্রাউন্ড'। সকাল থেকেই শেরেবাংলায় গণমাধ্যমকর্মীদের ভিড়। জাতীয় দলের ক্রিকেটাররাও এলেন আগেভাগে। সূচি অনুসারে সকাল ৯টার দিকে ট্রফির সঙ্গে ফটোসেশন সারলেন মুশফিকরা।
ট্রফি হাতে সবার আগে দেখা দেন হাস্যোজ্জ্বল মুশফিকুর রহিম। এরপর দলীয় ফটোসেশন। ছবি তোলা শেষে বেশ কয়েকজন ছুটলেন অনুশীলনে। কিছু আবার থেকে গেলেন ট্রফির কাছে। তাসকিন-শামীমরা ছবি তুললেন নিজের মতো করে। এরপর একে একে বাকিদের পালা। বেলা সাড়ে ১১টা নাগাদ শেরেবাংলায় পা রাখেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তারাও প্রথমে দলীয় ফটোসেশন সারেন, এরপর ব্যক্তিগত ফোনে ক্যামেরাবন্দি হন ট্রফির সঙ্গে। এর ফাঁকে ট্রফির সঙ্গে ফ্রেমেবন্দি হন গণমাধ্যমকর্মীরা। বাদ যাননি বিসিবির নিরাপত্তা কর্মী-স্টাফরাও। সবাই একে একে ছবি তোলেন সোনালী ট্রফির সঙ্গে। এক কথায় বিশ্বকাপ ট্রফিকে ঘিরে শেরেবাংলায় শুরু হয় দারুণ উন্মাদনা। সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের থেকে শুরু করে সবাই পান ট্রফির দেখা।
এর আগে ট্রফি ট্যুরের প্রথম দিন গতকাল সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুতে নেওয়া হয়। খরস্রোতা পদ্মার বুকে গড়ে ওঠা বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর নিচে উন্মোচিত হয় বিশ্বকাপের ট্রফিটি। সেখানেই হয় ট্রফির ফটোসেশন। ট্রফি দেখার উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আগে কখনো সামনা-সামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’
বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে বিশ্বকাপ ট্রফি মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের এক নম্বর সার্ভিস এরিয়াতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকেল ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর এক নম্বর পিলার সংলগ্ন এলাকায়। সেখানে পদ্মা সেতুকে ঘিরে চলে ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ রাখা হলো হোম অফ ক্রিকেটে। আগামীকাল ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ পাবেন ভক্তরা।
গত ২৭ জুন বিশ্বকাপের ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফিটি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা।
আইসিসি জানায়, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। শেষ হবে ১৯ নভেম্বর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।