মুশফিকদের অনুশীলন দেখতে মাঠে কোরআনের পাখিরা
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মাঠে তখন চলছিল মুশফিক-তাসকিনদের অনুশীলন। হঠাৎ করেই গ্যালারিতে দেখা মিলল পাঞ্জাবি-টুপি পড়া কোরআনের পাখিদের। সব সময় মোবাইল কিংবা টিভি পর্দায় দেখা প্রিয় তারকাদের সামনে থেকে দেখার সুযোগ পেয়ে তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিসিবির পক্ষ থেকে এতিম ও মাদরাসার ছাত্রদের খাবার বিতরণ করেন সভাপতি নাজমুল হাসান পাপন ও শীর্ষ কর্মকর্তারা। মূলত সেই কারণেই স্টেডিয়ামে এই কোরআনের পাখিদের আগমন।
ক্রিকেটারদের সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করেননি কুরআনের পাখিরা। এ সময় এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অনুভূতি প্রকাশ করে শিশুরা। আবদুর রহমান নামে একজন বলেন, ‘আমরা আগে মোবাইলে দেখেছি, এই প্রথম সামনে থেকে দেখলাম। খুবই ভালো লাগছে এত কাছে থেকে দেখে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই ও বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের হাতে সপরিবারে শহীদ হন তিনি।