'বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে এবার প্রত্যাশা বেশি'
ওয়ানডেতে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই অন্য দুই ফরম্যাট থেকে ওয়ানডে নিয়ে বরাবর বাংলাদেশের প্রত্যাশার মাত্রাটা বেশি। ভক্তরাও এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্য আশা করেন। ব্যতিক্রম নন বাংলাদেশ দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার। ওয়ানডে বলেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বেশি এই নির্বাচকের।
এবারের বিশ্বকাপ বসবে প্রতিবেশি দেশ ভারতে। বলা চলে, কন্ডিশন প্রায় চেনা। সেই সঙ্গে সাকিব-মুশফিকদের চলমান ফর্ম বাড়তি স্বপ্ন দেখাচ্ছে নির্বাচককে।
এই মুহূর্তে বাংলাদেশে আছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের ট্রফি ট্যুরের দ্বিতীয়দিন শেরেবাংলা সোনালী ট্রফির সঙ্গে ফ্রেমেবন্দি হন সাবেক-বর্তমানের সব ক্রিকেটাররা। ট্রফিকে ঘিরে 'হোম অফ ক্রিকেট' গ্রাউন্ডে উৎসবের আমেজ। এই আনন্দের মাঝেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশার কথা জানান বিসিবির নির্বাচক হাবিবুর বাশার।
সাবেক এই ক্রিকেটার বলেন, 'ট্রফিটা ছুঁয়ে ধরতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো আসলে থাকেই। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি, আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
বিশ্বকাপের প্রত্যাশার কথা জানিয়ে বাশার বলেন, ‘প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিন-দিন আশা বাড়ছে। আশা প্রতিবারই পরিবর্তন হচ্ছে, আর এবারের আশাটা শুধু আমার নয়, সবারই একটু বেশি। কারণ, গত দু’বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’