এবারের বিশ্বকাপে অতীত ছাপিয়ে যাওয়ার স্বপ্ন মুশফিকের
নিজের প্রথম বিশ্বকাপে মুশফিকুর রহিম ছিলেন টগবগে তরুণ। ২০০৭ সালের সেই বিশ্বকাপে শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিংদের মতো তারকাদের মাঝে এত বড় মঞ্চে নিজেকে দেখে ঘোরে হারিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় মুশফিক এখন দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। তার ওপর প্রত্যাশার চাপও আগের চেয়ে বেশি। এই প্রত্যাশার দাবিই মেটাতে চান মুশফিক। আগের চারবারের অতীত ছাপিয়ে এবার নতুন রূপে নিজেকে দেখতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে এবার মাঠে নামবেন মুশফিক। মূল লড়াইয়ের এখনো প্রায় দুই মাস বাকি। তবে বিশ্বকাপের ট্রফি ট্যুরের সুবাদে আগেই তার ছোঁয়া হয়ে গেল সোনালী ট্রফি। আজ মঙ্গলবার (৮ আগস্ট) ট্রফি ছোঁয়ার পর মুশফিক বলেছেন, ‘আসলে বিশ্বকাপে তো অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে। তবে ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি অনেক সৌভাগ্যবান যে আমি শেষ চারটা বিশ্বকাপ খেলেছি। যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকে, আর বিশ্বকাপটা খেলতে পারি; তাহলে অবশ্যই অতীতের চেয়ে এবার ভালো কিছু করার চেষ্টা করব। আমাদের সেই শক্তি-সামর্থ্য আছে, তবে সবকিছু নির্ভর করে কীভাবে আপনি শুরু করেন।’
ভারতের মাটিতে বিশ্বকাপে তরুণদের নিয়ে আশাবাদী মুশফিক। তরুণদের প্রসঙ্গ টেনে মুশফিক বলেন, ‘যেহেতু আমরা গত ৪-৫ বছর ধরে ওয়ানডে ক্রিকেটে ভালো করছি, তাই অবশ্যই ভালো কিছু করার সম্ভাবনা থাকবে আমাদের। পাশাপাশি তরুণদের জন্যও এটা বড় সুযোগ। যদিও এখনও তারা তেমন বড় কোনো ইভেন্টে খেলেনি, তবে তারা যেভাবে পারফর্ম করছে তা সত্যিই প্রশংসনীয়। আর এটাই সেই মঞ্চ যেখানে তারা নিজেকে প্রমাণ করতে পারে।’