মাহমুদউল্লাহ প্রসঙ্গে যা বলল বিসিবি
বিশ্বকাপের আর বাকি ৫৭ দিন। তার আগে আছে এশিয়া কাপ। দুটো মেগা ইভেন্টে বাংলাদেশের দল কেমন হবে তা নিয়ে সবার আগ্রহের কমতি নেই। তেমনি সমান আগ্রহ জাতীয় দলে মাহমুদউল্লাহর জায়গা নিয়ে। অনেকদিন ধরে দলের বাইরে থাকা এই তারকাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের খেয়ালি আচরণ চলছেই। নিশ্চিত করে কেউই কিছু বলছেন না।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয় বিসিবির জরুরি মিটিং। ধারণা করা হচ্ছিল মিটিং শেষে আসন্ন এশিয়া কাপের দল ও বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে। কিন্তু, এর কোনোটিই হয়নি। দল ও অধিনায়কের নাম জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।
মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার কাছে জানতে চাওয়া হয় মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে রাখা হবে কি না?
সে প্রসঙ্গে ইউনুস বলেন, ‘এখানে আমার কোনো এখতিয়ার নেই। এটি সম্পূর্ণ টিম সিলেক্টরদের ব্যাপার। তারা কোচের সঙ্গে কথা বলবে। তারপর বোর্ডের কাছে দল পাঠাবে। সেখান থেকে দল নির্বাচন করা হবে। আমার এখানে একদমই কিছু করার নেই।’
গত মার্চে সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন তিনি। বাদ পড়েন আয়ারল্যান্ড সিরিজে। বিসিবির পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে, এশিয়া কাপ উপলক্ষে আজ থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ।