বিশ্বকাপ জিতে শিরোপা খরা কাটাতে চান রোহিত
বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাক্রমশালী দল ভারত। বৈশ্বিক কিংবা আন্তর্জাতিক ইভেন্টের আগে শিরোপার দৌড়ে এগিয়ে রাখা হয় টিম ইন্ডিয়াকে। তবে গত কয়েক বছরে দুর্দান্ত খেললেও সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়েই খেই হারিয়ে ফেলছে ভারত। ফেভারিটের তকমা গায়ে জড়ালেও শিরোপা জিততে পারেনি তারা। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ মেটাতে চান অধিনায়ক রোহিত শর্মা।
গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের ভাবনা জানা রোহিত। নিজের সেরাটা দিয়ে হলেও এক যুগের বিশ্বকাপ খরা কাটাতে চান এই ক্রিকেটার।
রোহিত বলেন,‘যেহেতু এবার ঘরের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, তাই আমরা আশা করছি ভালো কিছু হবে। যদিও এখনও অনেকটা পথ বাকি। ১-২ দিনে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। আপনাকে পুরো আসরজুড়ে ভালো খেলতে হবে। পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখাটাও প্রয়োজন। আমরা আমাদের সেরাটা দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছি।’
বিশ্বকাপে নিজের ব্যাটিং প্রসঙ্গে টেনে রোহিত বলেন,‘২০১৯ বিশ্বকাপে আমি খুব ভালো ছন্দে ছিলাম। দুর্দান্ত একটা শতক হাঁকিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম। এরপর প্রায় প্রতিটি ম্যাচেই কম-বেশি রান পেয়েছি। তবে শেষমেশ শিরোপা জিততে পারিনি। অবশ্য সেই পরিসংখ্যানগুলো মনোবল বাড়াতে সহায়তা করে। তবে এটা মাথায় রাখতে হবে প্রতিটি দিন মানেই নতুন শুরু।’
২০১১ বিশ্বকাপের কথা স্মরণ করে রোহিত আরও যোগ করেন,‘এটা আমাদের জন্য অনেক স্মরণীয় ছিল। আমি তখন প্রতিটি ম্যাচ বাড়িতে বসে দেখেছি। তবে এরপর ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে আমরা নিজেদের সেই জায়গায় নিতে পারিনি। অবশ্যই এটা হতাশাজনক। যেহেতু এবার ঘরের মাঠে খেলা, আর প্রত্যেকটি ভেন্যুতে আমরা সমর্থন পাব। আমি এত কাছে থেকে কখনও বিশ্বকাপ দেখেনি। হয়তো এবার আমরা এটি উঁচিয়ে ধরতে পারব।’