বসুন্ধরা সিটিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে ভক্তদের উন্মাদনা
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। আজ তিন দিনব্যাপি এই ট্রফি প্রদর্শনীর শেষ দিন। ক্রিকেটার, ক্রীড়া সংগঠকদের পর এবার ট্রফি দেখার সুযোগ পেলেন সমথর্করা। আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১১টা রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয় স্বপ্নের ট্রফিটি। অধরা সেই ট্রফিটি দেখতে ভিড় করেছেন হাজারো ক্রিকেটপ্রেমী।
সকাল ১১টায় ট্রফি প্রদর্শনী শুরু হলেও সকাল থেকেই ভক্ত-সমর্থকদের দীর্ঘ লাইন দেখা যায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বাহিরে। স্বপ্নের সেই ট্রফি দেখার পাশাপাশি ক্যামেরাবন্দি করছেন অনেকে। স্মরণীয় সেই মুহূর্তটা সেলফিতে ধরে রাখছেন অনেকে। রাত ৮টা পর্যন্ত ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা।
বাড্ডা থেকে আসা শিক্ষার্থী রিয়াদ এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,‘ট্রফি বাংলাদেশে আসার পর থেকেই অপেক্ষা করছি। অনেক সকালে এসে তিন বন্ধু মিলে লাইনে দাঁড়িয়েছি, অবশেষে ট্রফি দেখার সুযোগ পেলাম। আশা করি এবার বাংলাদেশ এই ট্রফিটা নিয়েই দেশে ফিরবে।’
নুসরাত নামে এক নারী ভক্ত বলেন, ‘আম্মু এবং ছোট ভাইকে নিয়ে মিরপুর থেকে এসেছি। সবসময় টিভিতে দেখলেও এবারই প্রথম সামনে থেকে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ হয়েছে। ট্রফিটা দেখতে খুবই সুন্দর। ছবিও তুলেছি ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য। আশা করি এই ট্রফিটা এবার আমাদের হবে।’
গত ২৭ জুন বিশ্বকাপের ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফিটি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা। আইসিসি জানায়, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি।