নিউজিল্যান্ডের দল ঘোষণা, ফিরলেন বোল্ট
বিশ্বকাপের আর ৫৬ দিন বাকি। অংশ নেওয়া দলগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে খেলছে দ্বিপাক্ষিক সিরিজ। সেপ্টেম্বরে যেমন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই সিরিজের জন্য আজ বুধবার (৯ আগস্ট) ওয়ানডে দল ঘোষণা করেছে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। নিজেদের ওয়েবসাইটে এটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
দীর্ঘ এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার ট্রেন্ট বোল্ড। ফ্র্যাঞ্চজাইজি লিগে খেলার জন্য গত বছর ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন কিউই পেসার। বোল্টের সঙ্গে দলে ফিরেছেন কাইল জেমিসন। চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি।
৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এর আগে ১৭-২০ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে ব্ল্যাকক্যাপসরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। সিরিজ শেষ করে ইংল্যান্ডে পাড়ি জমাবে নিউজিল্যান্ড। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশদের বিপক্ষে। ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। টি-টোয়েন্টিতে দলের দায়িত্বের ভার টিম সাউদির হাতে।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, লোকি ফার্গুসন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ডেরিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, উইল ইয়ং।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ (আরব আমিরাত ও ইংল্যান্ড) : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, আদি অশোক, চাদ বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, লোকি পার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, কাইল জেমিসন, কোল ম্যাককোনচি, অ্যাডাম মিলনে, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইপার্ট, ইশ সোদি, বেলয়ার টিকনার, উইল ইয়ং।