হঠাৎ ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন
বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই সেজে উঠতে শুরু করেছে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। তবে এর মাঝেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। জনপ্রিয় এই ভেন্যুটির ড্রেসিংরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে, গতকাল বুধবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে এ আগুন লাগে। পরে দ্রুতই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তের পর ফায়ার সার্ভিস জানায়, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট কাজ করেছে।
জানা গেছে, ইডেন গার্ডেন্সের এই আগুনের কারণে ফলস সিলিং অনেকটাই পুড়েছে। এছাড়া ড্রেসিংরুমের মধ্যে যেসব সামগ্রী ছিল, সেগুলোও পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটারদের ব্যবহৃত সামগ্রী। পুরো ইডেন গার্ডেন্সে আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। এবারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে একটি সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তবে, এই আগুন লাগার ঘটনায় ইডেনের ম্যাচ আয়োজনে কোনো প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার বিষয়। এই ভেন্যুতে বাংলাদেশ দলের দুটো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি নেদারল্যান্ডস ও অন্যটি পাকিস্তানের বিপক্ষে।