রোনালদোর গোলে আরব কাপের ফাইনালে আল নাসের
সৌদি ক্লাব আল নাসেরে সময়টা বেশ কাটছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রো লিগের পর এবার আরব কাপেও দাপট দেখাচ্ছেন ৩৮ বছর বয়সী এই তারকা। আরব কাপের সেমিফাইনালে আল শোরতার বিপক্ষে তার গোলে ভর করেই প্রথমাবারের মত ফাইনালে উঠল আল নাসের।
গতকাল বুধবার (৯ আগস্ট) প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে আল শোরতার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আল নাসের। ম্যাচের একমাত্র গোলটিই আসে রোনালদোর পা থেকে।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণ চালায় আল নাসের। বেশির ভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরির চেষ্টা করেছিল আল শোরতা। তবে আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ম্যাচের ২২তম মিনিটে তালিসকার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান শোরতা গোলরক্ষক। বাকি সময়ে তেমন কোনো কার্যকর আক্রমণ করতে না পারায় গোলশূন্য বিরতিতেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত আল নাসর। তবে এবার ডি-বক্সের বাইরে থেকে তালিসকার নেওয়া বুলেটগতির শট ফিরে আসে পোস্টে লেগে। ম্যাচের ৭১তম মিনিটে সেই কাঙ্খিত গোলের দেখা পায় আল নাসের। ডি-বক্সের ভেতর সাদিও মানে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। ভিএআরের সাহায্য নিয়েই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি রোনালদো। তার গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।
বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ করতে না পারায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসের। আগামী রোববার (১৩ আগস্ট) ফাইনালে আল হিলালের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে আল নাসের।