চলতি মৌসুমে পিএসজিতেই থাকতে চান এমবাপ্পে
দলবদলের বাজারে কিলিয়ান এমবাপ্পকে নিয়ে ধোঁয়াশায় কাটছেই না। একেকদিন আসছে একেক তথ্য। গত ৫ আগস্ট সংবাদমাধ্যম এএস জানিয়েছিল, এমবাপ্পে ও তার মা ফাইজা লামারি মিলে নতুন পরিকল্পনা করছেন। তারা চান, আগস্টেই পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে। এর জন্য পিএসজি থেকে যে আনুগত্য বোনাস পাওয়ার কথা, সেটি ছেড়ে দিতে রাজি আছেন এমবাপ্পে। এর পর আজ এলো নতুন খবর। প্যারিসভিত্তিক গণমাধ্যম লা প্যারিসিয়ান জানাল, চলতি মৌসুমে পিএসজিতেই থেকে যেতে চান এমবাপ্পে। এমনকি, সেটি জানিয়ে দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) লা প্যারিসিয়ানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খেলাইফিকে চিঠি দিয়ে এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, ২০২৪ পর্যন্ত ক্লাবের সঙ্গে যে চুক্তি, সেটি সম্পূর্ণ করেই অন্যদিকে নজর দেবেন তিনি। এমন পরিস্থিতিতে পিএসজির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
জানা গেছে, চুক্তির শর্ত অনুযায়ী, এই ফরাসি স্ট্রাইকার মেয়াদ শেষ করলে তাকে ক্লাবের তরফ থেকে ছয় কোটি ইউরো (ইউরোপের মুদ্রা) বেতন ও নয় কোটি আনুগত্য বোনাস দেওয়া হবে। আর যদি এর মধ্যে ক্লাব ছাড়ে তাহলে কোনো অর্থই পাবেন না এমবাপ্পে।