পাঁচ বছরে বিসিসিআইয়ের লাভ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা
বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট সর্ম্পকে সবারই জানা। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও ভারতের দাপট চলমান। আয়ের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডটি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের আয়ের সিংহভাগই ভারতের জন্য বরাদ্দ রাখে। গত জুলাইতে আইসিসির আর্থিক সভায় আগামী পাঁচ বছরের যে হিসাব দেওয়া হয়, তার ৩৮ দশমিক পাঁচ শতাংশ বা ২৩০ মিলিয়ন মার্কিন ডলার পাবে ভারত। এবার আইসিসির হিসাবের বাইরে নিজেদের গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০১৭-১৮ থেকে ২০২১-২০২২ সালের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের লাভের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি টাকা। এমন খবরই আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, আজ ভারতের এক মন্ত্রী সংসদে এই হিসাব তুলে ধরেছেন। তাতে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে সবচেয়ে বেশি লাভ করেছে বিসিসিআই। এ সময় ক্রিকেট বোর্ডের আয় হয়েছে সাত হাজার ৫৯৬ কোটি টাকা, ব্যয় হয়েছে তিন হাজার ৫৮ কোটি টাকা। লাভের পরিমাণ চার হাজার ৫৩৮ কোটি টাকা।
ভারতের লাভের বেশিরভাগ আসে সম্প্রচার স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে। সঙ্গে আইসিসি থেকে প্রাপ্ত অর্থ তো আছেই। সবমিলিয়ে ফুলে-ফেঁপে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।