সাবেক চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে সুইডেন
ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এশিয়ার দেশ জাপানকে হারিয়ে সেমি ফাইনালে উঠল সুইডেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জাপানের নারীরা। কিন্তু, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আসর থেকে।
ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। নারী ফুটবলে অন্যতম পরাশক্তি দুই দলই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছেন। প্রথম আধঘন্টায় আক্রমণ পাল্টা-আক্রমণে একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে, ৩২ মিনিটে জাপানের দুর্গ ভাঙে সুইডেন। আমান্ডার গোলে এগিয়ে যায় সুইডিশ নারীরা।
প্রথমার্ধে আর কোনো গোল পায়নি দুদল। বিরতির পরও অব্যাহত থাকে আক্রমণের ধারা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ফিলিপ্পে অ্যাঞ্জেলডালের গোলে ২-০ গোলে এগিয়ে যায় সুইডেন।
এরপর আক্রমণের ধার বাড়িয়েও গোল পাচ্ছিল না জাপান। ৮৭ মিনিটে ব্লু সামুরাইদের পক্ষে হোনোকা হায়াশি গোল করলে জমে ওঠে লড়াই। ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা আনতে পারেনি ২০১১ সালের নারী বিশ্বকাপজয়ীরা।
এতে, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে জাপান। অন্যদিকে, স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে এবারের আসরের সেমি ফাইনালে উঠেছে সুইডেন।
দিনের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে পা রাখে স্পেন।